ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে গাজার ক্ষমতা থেকে সরানো হলে ফিলিস্তিনি ছিটমহলটির ভবিষ্যতের ‘বিভিন্ন ধরনের সম্ভাব্য বিন্যাস’ কেমন হতে পারে তা যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো খোঁজ করে দেখছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
মঙ্গলবার মার্কিন সিনেটের আপ্রোপ্রিয়েশন্স কমিটির শুনানিতে ব্লিনকেন বলেন, ফিলিস্তিনি ঘনবসতিপূর্ণ ছিটমহলটির দায়িত্বে হামাসের থাকা আর চলবে না, কিন্তু ইসরায়েলও গাজা পরিচালনার দায়িত্ব নিতে চায় না।
এই দুই অবস্থানের মধ্যবর্তী ‘বিভিন্ন সম্ভাব্য বিন্যাসগুলো’ তারা এখন খুব নিবিড়ভাবে খুঁজে দেখছেন বলে ব্লিনকেন জানিয়েছেন।