You have reached your daily news limit

Please log in to continue


হরতাল-অবরোধে উদ্বিগ্ন ব্যবসায়ীরা

উচ্চ মূল্যস্ফীতি, ডলার-সংকটসহ নানা কারণে নাজেহাল দেশের অর্থনীতি। এর মধ্যে জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। এমন রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে আরও নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের সামনে একটা নির্বাচন। এখন যদি কোনো অরাজক পরিস্থিতি তৈরি হয়, তাহলে তো ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি—সব ধ্বংস হয়ে যাবে। ইন্ডাস্ট্রি বন্ধ হলে কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা থাকবে না। রাস্তা অবরোধ হলে গাড়ি চলবে না। সোজা কথায়, যেকোনো অসহিষ্ণুতা, হরতাল, অবরোধ মোটেই কাম্য নয়।’

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমাদের ফরেন রিজার্ভ ৪৮ বিলিয়নে উঠেছিল। এখন সেটা কোথায় নেমে গেছে সবাই জানেন। এটার জন্য সবাই চাপে আছে। এই সময় রাজনৈতিক যেকোনো কিছুই অস্বস্তিকর। দেশের অর্থনীতির কথা বিবেচনা করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা উচিত।’ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, গত আগস্ট মাসে রপ্তানি আয় ছিল ৪ হাজার ৭৮২ মিলিয়ন ডলার, যা সেপ্টেম্বরে নেমে এসেছে ৪ হাজার ৩১০ মিলিয়ন ডলারে। অর্থাৎ এক মাসের ব্যবধানে রপ্তানি আয় কমেছে ৪৭১ মিলিয়ন ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন