দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি এখন ভারতের বাইরেও। প্রিয়াঙ্কা নিজের চেষ্টায় আজ এই জায়গায় পৌঁছেছেন। সম্প্রতি তিনি মামি চলচ্চিত্র উৎসবের জন্য মুম্বাইতে এসেছেন। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন প্রিয়াঙ্কা। মুম্বাই একাডেমি অব মুভিং ইমেজ বা মামি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি তিনি সঞ্চালনা করেছিলেন। গত রোববার এই উৎসবের এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কা নিজের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন।
প্রিয়াঙ্কার সঙ্গে মামি চলচ্চিত্র উৎসবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর।
ভূমি অভিনেত্রী প্রিয়াঙ্কার কাছ থেকে চিত্রনাট্য নির্বাচনের প্রসঙ্গে জানতে চাইলে দেশি গার্ল বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমার চিত্রনাট্য নির্বাচনের প্রক্রিয়া বদলেছে। কখনো কখনো ভালো ছবি নিজের থেকেই আমার কাছে এসেছে। আবার অনেক সময় আমি নিজে ভালো ছবির সঙ্গে যুক্ত হতে চেয়েছি। এ জন্য অডিশন দিয়েছি। একবার তো নিজের পছন্দের প্রকল্পের জন্য তিন রাউন্ড অডিশন দিয়েছিলাম। এই প্রকল্পের ব্যাপারে কোথাও একটা শুনেছিলাম। তার পর থেকে এই ছবিতে কাজ করার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। আমি এই প্রকল্পের নির্মাতাকে সরাসরি ফোন করে বলেছিলাম, অডিশন দিতে চাই। তিনবার অডিশনের পর ছবিটিতে সুযোগ পেয়েছিলাম।’