গুগলে সার্চের মাধ্যমে আমাদের নাম, ফোন নম্বর বা ঠিকানাসহ বিভিন্ন তথ্য পাওয়া যায়। অনাকাঙ্ক্ষিতভাবে কেউ আপনার ব্যক্তিগত তথ্য সার্চ করলে সতর্ক করবে গুগল। আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন। এ জন্য নতুন ফিচার নিয়ে এসেছে গুগল। এটি ফোন নম্বর বা ই-মেইলের মাধ্যমে আপনাকে অ্যালার্ট বা নোটিফিকেশন পাঠাবে। পাশাপাশি সার্চ প্ল্যাটফর্ম থেকে তথ্য লুকিয়ে ফেলার সুবিধাও দেবে গুগল।
এই ফিচার যেভাবে কাজ করে
‘রিমুভ দিস রেজাল্ট’ নামে একটি নতুন ফিচার বেটা ভার্সনে যুক্ত করেছে গুগল। ফিচারটি ব্যবহারের জন্য গুগল অ্যাকাউন্টে ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস যুক্ত করতে হবে। সার্চের মাধ্যমে কোনো তথ্য পেলে ব্যবহারকারীকে তা জানিয়ে দেবে গুগল। এরপর সার্চ রেজাল্ট মুছে ফেলতে পারবে গুগল। তবে তথ্য ইন্টারনেট থেকে একেবারে মুছে ফেলবে না। এমনভাবে লুকিয়ে ফেলবে, যে অন্যদের জন্য এসব তথ্য পাওয়া কঠিন হবে।