১৮ বার জামানত হারিয়েও দমে যাননি তিনি

প্রথম আলো প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩, ১৩:২৬

দু–একবার নয়, ১৮ বার নির্বাচন করে হেরেছেন। শুধু হেরেছেন তা নয়, রীতিমতো জামানত হারিয়েছেন। এরপরও দমার পাত্র নন ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা প্রমানন্দ তোলানি। আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।


এবিপি লাইভের এক প্রতিবেদনে বলা হয়, সাড়ে তিন দশক ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন এই আবাসন ব্যবসায়ী। ৬৩ বছর বয়সী এই ব্যক্তির দাবি, নির্বাচনে লড়লে তাঁর আত্মবিশ্বাস বাড়ে। যদিও প্রতিবারই তিনি জামানত হারিয়েছেন।


একের পর এক নির্বাচনে হেরে ‘ইন্দোরি ধরতি পাকড়’ উপাধি পেয়েছেন তোলানি। প্রয়াত জোগিন্দর সিং ওরফে ‘ধরতি পাকড়ের’ নাম অনুসারে তাঁকে এ উপাধি দেওয়া হয়। উত্তর প্রদেশের বেরেলি থেকে বেশ কয়েকবার নির্বাচন করে হেরে যান জোগিন্দর সিং। ‘ধরতি পাকড়ের’ অর্থ করলে দাঁড়ায় মাটি কামড়ে পড়ে থাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us