You have reached your daily news limit

Please log in to continue


মামলা শুরু, মামলা অনেক হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির ‘মহাসমাবেশের’ দিন পুলিশ, সাংবাদিক, সরকারি সম্পদের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় ‘অনেক মামলা হবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

“বিএনপি বর্বরোচিত ও জঘন্যতম উদাহরণ সৃষ্টি করেছে” উল্লেখ করে তিনি বলেন, “সব ঘটনার জন্যই আলাদা আলাদা মামলা হবে। পুলিশ স্বপ্রণোদিত হয়েও মামলা দেবে।”

সংঘর্ষের পরদিন রোববার বিএনপির ডাকে হরতাল চলাকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মন্ত্রী।

তিনি বলেন, “ঘটনা অনেকগুলো ঘটেছে। প্রধান বিচারপতির বাড়িতে অ্যাটাক করেছে, বাড়িতে ঢুকে গিয়েছে, এ মামলা তো হবেই। আমরা শনাক্ত করছি, যারা যারা এখানে ঢুকেছিলেন, যার যারা এ ঘটনা ঘটিয়েছেন, তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।

“প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ হল, এর দায় কি তারা এড়াতে পারবেন? পুলিশ হত হল, এর দায় কি তারা এড়াতে পারবেন? পুলিশের তিনটি অস্ত্র তারা জোর করে নিয়ে গেছে, এর দায় কি তারা এড়াতে পারবেন?”

মন্ত্রী বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে যারা অগ্নিসংযোগ করেছেন, এখানে যারা গাড়ি পুড়িয়েছেন তাদের নামে মামলা হবে। যতগুলো গাড়ি পুড়িয়েছে, এস আলমের একটি গাড়ি পুড়িয়েছে, তার মামলা হবে। পুলিশ হাসপাতালে যারা ঘটনাটি ঘটিয়েছে, তাদের নামে মামলা হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন