কবে অবসর নিতে পারেন, জানালেন মাহমুদউল্লাহ

প্রথম আলো প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৬

বিশ্বকাপ তাঁর দলে থাকা না থাকা নিয়ে যথেষ্ট শঙ্কা ছিল। অবশেষে মাহমুদউল্লাহকে নিয়েই ঘোষণা করা হয় বিশ্বকাপ দল। বাংলাদেশ এখন পর্যন্ত নিজেদের সেরা ক্রিকেট খেলতে না পারলেও মাহমুদউল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনো ফুরিয়ে যাননি। বিশ্বকাপে ৫ ম্যাচ শেষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তাঁর। মাহমুদউল্লাহ খেলেছেন ৪ ম্যাচ, এর মধ্যে ব্যাটিং করেছেন ৩ ইনিংস। ৯৯ গড় ও ১০১.২ স্ট্রাইক রেটে তাঁর রান ১৯৮। এমনকি বিশ্বকাপে বাংলাদেশের পাওয়া একমাত্র শতকটিও এসেছে তাঁর ব্যাট থেকে।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেই সেঞ্চুরির পর দারুণ প্রশংসিতও হচ্ছেন মাহমুদউল্লাহ। এর মধ্যে আজ নেদারল্যান্ডস ম্যাচের আগে তাঁকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যেখানে মাহমুদউল্লাহ তাঁর পারফরম্যান্স এবং ভবিষ্যাৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, যেকোনো মুহূর্তে অবসর ঘোষণা দেওয়ার কথাও। এই ভিডিওতে তাঁকে নিয়ে কথা বলেছেন সতীর্থ মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

‘কোনো কথা হবে না—মাইর, মাইর’ : হৃদয়কে মাহমুদউল্লাহ

প্রথম আলো | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১ মাস, ৩ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us