You have reached your daily news limit

Please log in to continue


স্পেনের গির্জায় ২ লাখ শিশু যৌন নিপীড়নের শিকার, তদন্ত প্রতিবেদনে প্রকাশ

স্পেনের একটি ক্যাথলিক গির্জায় ১৯৪০-এর দশক থেকে দুই লাখের বেশি শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। অর্থাৎ দেশটির প্রতি ২০০ নাগরিকের মধ্যে ১ জনের বেশি ক্যাথলিক গির্জায় যাজকের হাতে নিপীড়নের শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে। এ ধরনের ঘটনায় আগে হওয়া তদন্তগুলোর তুলনায় এবারের সংখ্যাটি অনেক বড়।

স্পেনের মানবাধিকারবিষয়ক ন্যায়পালের কার্যালয় থেকে করা এক তদন্তে এমন তথ্য পাওয়া গেছে। গতকাল শুক্রবার স্পেনের পার্লামেন্টে তদন্ত প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

তদন্তের নমুনা হিসেবে আট হাজারের বেশি মানুষের জবানবন্দি নেওয়া হয়েছে। স্পেনের মানবাধিকারবিষয়ক ন্যায়পাল অ্যাঞ্জেল গ্যাভিলোন্দো বলেন, নমুনা হিসেবে নেওয়া মানুষদের শূন্য দশমিক ৬ শতাংশ বলেছেন, শৈশবে গির্জায় যাজকের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন তাঁরা। গির্জার আওতাধীন পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে জবানবন্দি নেওয়ার পর দেখা গেল, এ হার আরও বেড়েছে। ১ দশমিক ১৩ শতাংশ মানুষ বলেছেন, গির্জা ও গির্জার আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন