আকাশে মেঘের মাঝে এক টুকরো চাঁদ উঁকি দিচ্ছে। চোখের সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র। চাঁদের আলোয় আলোকিত চারপাশ। এমনই এক পরিবেশে মেয়ের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি।
পুরো পূজাটাই কলকাতার বাইরে কাটিয়েছেন এ পরিচালক। যদিও পূজাতেই মুক্তি পেয়েছে তার পরিচালিত ছবি ‘দশম অবতার’। বক্স অফিসে রমরমা ব্যবসাও করছে ছবিটি।
অপরদিকে পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন এ পরিচালক। স্ত্রী রফিয়াদ রশিদ মিথিলা, মেয়ে আয়রাকে নিয়ে বর্তমানে আমেরিকায় আছেন তিনি। সেখানে বিভিন্ন জায়গায় ঘুরছেন। মেয়েকে নিয়ে এমনই এক দিনের একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। ছবিটি তুলে দিয়েছেন মিথিলা।