দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১৩:২০

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার বেলা ১১টা ৫১ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছে বাসস।


দেশে ফেরার পথে বিমানের আইলে হেঁটে হেঁটে সরকারপ্রধান যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।  


গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিতে মঙ্গলবার সফরসঙ্গীদের নিয়ে বেলজিয়ামে যান বাংলাদেশ সরকারপ্রধান। বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই ফোরামে তিনি অংশগ্রহণ করেন।


সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। ২৫ অক্টোবর সকালে তিনি ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে বৈঠক করেন। পরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেনের সঙ্গে বৈঠক করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us