ঢাকার মহাখালীতে বহুতল ভবন খাজা টাওয়ারে আগুনে তিনজনের প্রাণহাণি এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
হতাহতের পাশাপাশি বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণের বাইরে থাকা এ আগুনে ইন্টারনেট ও মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাতেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
রাত দেড়টার পরও ১৪ তলা এ ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকালের পর থেকে ১১টি ইউনিট সেখানে টানা কাজ করে। মাঝ রাতের পরও ভেতরে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এ ভবনে রয়েছে দেশের ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা অনেক কোম্পানির ডেটা সেন্টার। যে কারণে আগুন লাগার পর দেশের অর্ধেকের বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকের সেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতারা।
মোবাইল ফোন সেবা ব্যহত হওয়ায় গ্রাহকদের নোটিশ পাঠিয়েছে দেশের প্রধান তিনটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন, রবি ও বাংলালিংক।