ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ট্যাংক নিয়ে প্রবেশ করেছিল ইসরায়েলি সেনারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জানিয়েছে, বুধবার রাতে ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে‘ অভিযান চালিয়েছে তারা। আর এই অভিযানে ব্যবহার করা হয়েছে ট্যাংক।
গাজায় পূর্ণমাত্রার স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এর অংশ হিসেবে গাজা সীমান্তে তিন লাখেরও বেশি সেনা ও কয়েকশ ট্যাংক জড়ো করেছে তারা। তবে বড় স্থল অভিযান চালানোর আগে ট্যাংক নিয়ে গাজার ভেতর ঢুকে ছোট ছোট অভিযান চালানোর চেষ্টা করছে তারা।
বুধবার রাতে গাজায় অভিযান চালানোর ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে বলেছে, ‘গতরাতে, গাজা উপত্যকার উত্তর দিকে ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ ট্যাংক ব্যবহার করে অভিযান চালিয়েছে আইডিএফ। এটি যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ। নিজেদের কার্যক্রম শেষ করে সেনারা ওই এলাকা ছেড়ে চলে আসেন।’