ইয়াং বয়েজ ১-৩ ম্যানচেস্টার সিটি
প্রতিযোগিতা যেটাই হোক, আর্লিং হলান্ড গোলখরায় ভুগবেন, তা বিশ্বাস করাই তো কঠিন! গতকাল বার্নে সুইস ক্লাব ইয়াং বয়েজের মাঠে হলান্ড যখন নামলেন, তখন তাঁর নামের পাশে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ৫ ম্যাচে ০ গোল। কিন্তু ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচে শেষ বাঁশি বাজার পর সেটাই হয়ে গেল ৬ ম্যাচে ২ গোল!
হ্যাঁ, চ্যাম্পিয়নস লিগে গোলখরা কাটাতে পেরেছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। তাঁর জোড়া গোল ও ম্যানুয়েল আকাঞ্জির গোলে সুইস ক্লাবটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। ৩ ম্যাচের সব কটি জিতে ‘জি’ গ্রুপে শীর্ষে সিটি। এই গ্রুপের অন্য ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে একই ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচে মোট ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে লাইপজিগ।