গুগলে পিডিএফ কনভার্টার ও নোটপ্যাডের ভুয়া বিজ্ঞাপন দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের যন্ত্রে ম্যালওয়্যার হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা। গুগলে পিডিএফ কনভার্টার ও নোটপ্যাড লিখে সার্চ করলেই ফলাফলের পাশাপাশি ভুয়া বিজ্ঞাপনগুলো দেখা যায়। এসব বিজ্ঞাপনে ক্লিক করলেই ম্যালওয়্যার হামলার শিকার হচ্ছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
গুগলে পিডিএফ কনভার্টার ও নোটপ্যাডের ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে ম্যালওয়্যার হামলার এ ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাইবার অপরাধীরা গুগলে পিডিএফ কনভার্টার ও নোটপ্যাড সার্চের ক্ষেত্রে ‘ম্যালভার্টাইজিং’ কার্যক্রম চালাচ্ছে। এ জন্য তারা ভুয়া বিজ্ঞাপনগুলোতে বিনা মূল্যে পিডিএফ কনভার্টার বা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার ব্যবহারের প্রলোভন দিয়ে থাকে। বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলেই ব্যবহারকারীদের অবস্থান শনাক্ত করে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার হামলা চালানো হয়।