সহজলভ্য ফলের মধ্যে একটি হলো কলা। দ্রুত ক্ষুধা মেটাতে আর শক্তি জোগাতেও কাজ করে এটি। কলা খাওয়া শেষে এর খোসা আমরা ফেলে দিই। কিন্তু ফেলে দেওয়া এই খোসা দিয়ে করা যায় ত্বকের যত্ন। কলার খোসা দিয়ে বাড়িতেই করতে পারেন পেডিকিওর। এটি আপনার হাত-পায়ের সৌন্দর্য বৃদ্ধির কাছাকাছি সুস্থ রাখতেও কাজ করবে।
পেডিকিওর করার জন্য এখন থেকে আর আপনাকে পার্লারে যেতে হবে না। কোনো টাকা খরচ না করেই বাড়িতে বসে পেয়ে যাবেন পেডিকিওরের সুবিধা। পায়ের ত্বকে কলার খোসা ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে সহজেই। কলার খোসা দিয়ে পেডিকিওর করার ফলে ত্বক নরম ও উজ্জ্বল হবে।