আমি এক নতুন পরীমনি...

প্রথম আলো প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১২:০২

পরীমনি প্রতিবারই ধুমধাম করে নিজের জন্মদিন উদ্‌যাপন করেন। পাঁচ তারকা হোটেল ভাড়া করে, বড় আয়োজনে ঢালিউডের কোনো নায়িকাকেই এভাবে জন্মদিন পালন করতে দেখা যায় না। প্রতিবারই নিত্যনতুন পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিদের চমকে দেন। জন্মদিনের বেশ আগে থেকেই ভক্ত-অনুরাগীদের আগ্রহ থাকে তাঁকে ঘিরে। কিন্তু এবার ব্যতিক্রম। আজ জন্মদিন ঘিরে এই নায়িকার কোনো উচ্ছ্বাস নেই।


কারণ জানতে চাইলে সোমবার দুপুরে প্রথম আলোকে পরীমনি বলেন, ‘জন্মদিনটি আমার জন্য বরাবরই একটি বিশেষ দিন, আনন্দের দিন। প্রতিবারই আমি নানার হাত ধরে জন্মদিনের কেক কেটে আসছি। নানাই আমার বাবা, নানাই আমার মা, আমার সবকিছু। কিন্তু এবার নানা হাসপাতালে। তাঁর একটা ছোট্ট অস্ত্রোপচার হয়েছে। ১১ দিন ধরে হাসপাতালে। এক দিন পর আমার জন্মদিন। আর এই সময়ের মধ্যে নানা সুস্থ হয়ে জন্মদিনের উৎসবে যোগ দিতে পারবেন না। সুতরাং এই জন্মদিন জাঁকজমকভাবে করতে চাই না। বাসা ও শুটিং লোকেশনে হয়তো ঘরোয়াভাবে কেক কাটব। নানা সুস্থ হয়ে বাসায় ফেরার কিছুদিন পর সবার সঙ্গে ওই আনন্দটা ভাগাভাগি করতে চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us