ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

প্রথম আলো প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১৯:৫৮

চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগের বছরের একই সময়ের তুলনায় ১ হাজার ২৮৬ কোটি টাকা কম খরচ হয়েছে। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এডিপি বরাদ্দ থেকে ব্যয় হয়েছে ২০ হাজার ৬০৯ কোটি টাকা। এর আগের ২০২২–২৩ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ২১ হাজার ৮৯৫ কোটি টাকা।


পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) আজ সোমবার জুলাই-সেপ্টেম্বর মাসে এডিপি বাস্তবায়নের এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। আগের বছরের চেয়ে এডিপির টাকা কম খরচের ঘটনা ঘটেছিল কোভিডের প্রথম বছরে।


শতকরা হিসাবে এবার এডিপি বাস্তবায়নের হার গত ছয় বছরের মধ্যে সবচেয়ে কম। গত জুলাই-সেপ্টেম্বর তিন মাসে এডিপি বাস্তবায়নের হার সাড়ে ৭ শতাংশ। আগের ছয় অর্থবছরের কোনোবারই প্রথম তিন মাসে এডিপি ৮ শতাংশের কম বাস্তবায়ন হয়নি।


আইএমইডি সূত্রে জানা গেছে, গত তিন মাসে খরচ হওয়া টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎসের ১২ হাজার ৫৩৭ কোটি টাকা, বিদেশি ঋণের ৭ হাজার ৫০০ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিলের ৫৭২ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us