ইতিহাস সেরা লভ্যাংশ দেবে স্কয়ার ফার্মা, বিনিয়োগ বাড়াবে ৪০০ কোটি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১৫:০৩

শেয়ারহোল্ডারদের ৯০৩ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৬০৫ টাকা লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিটিউক্যালস পিএলসি। জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এছাড়া সভায় নতুন করে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।সোমবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইর তথ্য মতে, ১৯৯৫ সালে তালিকাভুক্ত হওয়ার পর ২০২৩ সালে কোম্পানির সবচেয়ে বেশি মুনাফা হয়েছে। বিদায়ী বছরের কর-পরবর্তী মুনাফা হয়েছে ১ হাজার ৮৯৭ কোটি ৮৯ লাখ ১৬ হাজার ১২৪ টাকা। অর্থাৎ প্রায় ১৯০০ কোটি টাকা মুনাফা হয়েছে।সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১০৫ শতাংশ অর্থাৎ ৯০৩ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৬০৫ টাকা লভ্যাংশ দেবে। এছাড়া ৪০০ কোটি টাকা কোম্পানির ভারসাম্য, আধুনিকায়ন, পুনর্বাসন এবং সম্প্রসারণ (বিএমআরই), মূলধন যন্ত্রপাতি এবং ভবিষ্যতের সম্প্রসারণের জন্য জমিতে বিনিয়োগ করবে।


মুনাফার বাকি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে জমা থাকবে। বর্তমানে কোম্পানির রিজার্ভ ফান্ডের আকার হচ্ছে ৯ হাজার ২৫৫ কোটি ৩০ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us