গাজায় ইসরায়েলের হামলায় ৩১টি মসজিদ ধ্বংস

দেশ রূপান্তর প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৮:৩০

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় অঞ্চলটির ৩১টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে গাজার এনডাউনমেন্ট মন্ত্রণালয়।


রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা।


তুরস্ক ও আরব গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় যে, সাম্প্রতিক অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও পাঁচটি মসজিদ ধ্বংস হয়েছে। এর ফলে অঞ্চলটিতে গত ৭ অক্টোবরের পর থেকে অব্যাহত ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত মসজিদের সংখ্যা ২৬ থেকে বেড়ে ৩১ এ দাঁড়িয়েছে।


মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, অবরুদ্ধ এই ফিলিস্তিনি ভূখণ্ডের বেশিরভাগ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও কয়েক ডজন মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


এছাড়া ইসরায়েলি যুদ্ধবিমান গাজার এই মন্ত্রণালয়ের সদর দপ্তর, মন্ত্রণালয়ের কোরআন রেডিও স্টেশন এবং একটি গির্জাও ধ্বংস করেছে।


সর্বশেষ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় প্রাথমিকভাবে সেখানে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us