ভিডিও কল করার সময় সৌন্দর্য আবহ বা বিউটি ইফেক্ট যোগ করার সুবিধা আসছে গুগল মিটে। গুগল ওয়ার্কস্পেস আপডেটে এ তথ্য জানানো হয়েছে। এই ইফেক্ট ব্যবহারের ফলে ভিডিও কলের সময় ত্বক মসৃণ ও দাঁত আরও উজ্জ্বল করতে পারবেন ব্যবহারকারী।
‘পোর্ট্রেট টাচ আপ’ নামে নতুন এই সুবিধা প্রথম ধাপে গুগল মিটের স্মার্টফোন সংস্করণে ব্যবহার পাওয়া যাবে। এখন নির্দিষ্ট ব্যবহারকারীরা সুবিধাটি ব্যবহার করতে পারছেন। ২৮ অক্টোবর থেকে পর্যায়ক্রমে অন্য ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি উন্মুক্ত হবে। আর চলতি বছরের শেষ নাগাদ ওয়েব সংস্করণের গুগল মিট ব্যবহারকারীরা সুবিধাটি ব্যবহারের সুযোগ পাবেন। পোর্ট্রেট টাচ আপ মোড ব্যবহার করে ত্বক মসৃণ করা, চোখের নিচের কালো দাগ দূর করা ও দাঁত উজ্জ্বল দেখানো যাবে। এতে দুই ধরনের মোড ব্যবহার করা যাবে। সাটল মোড দিয়ে খুবই হালকা প্রসাধনী ব্যবহারের মতো সামঞ্জস্যতা আনা যাবে। আর স্মুদিং মোড ব্যবহার করে আরও উজ্জ্বলতা আনা যাবে। গুগল বলছে, যে মোডই ব্যবহার করা হোক না কেন, ব্যবহারকারীর চেহারার আদলে পরিবর্তন আনবে না এই মোড দুটি।