ফিনিশ টেলিকম প্রতিষ্ঠান নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, উত্তর আমেরিকায় ফাইভ–জি সরঞ্জাম বিক্রির ধীরগতি ও লাভ কমে যাওয়ায় তারা এই কর্মী ছাঁটাই করবে।
নোকিয়ার প্রধান নির্বাহী (সিইও) পেক্কা লান্ডমার্ক এক বিবৃতিতে জানিয়েছেন, ‘তৃতীয় ত্রৈমাসিকে আমরা সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ব্যয় কমাতে এ কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’
নোকিয়া বলেছে, ব্যয় কমানোর এই পরিকল্পনার লক্ষ্য হলো ২০২৬ সালের মধ্যে ৮০০ মিলিয়ন থেকে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো সাশ্রয় করা। কর্মী সংখ্যা ৮৬ হাজার থেকে ১৬ শতাংশ কমিয়ে আনা হবে। এতে কর্মী সংখ্যা দাঁড়াবে ৭২ হাজার থেকে ৭৭ হাজার। মোবাইল নেটওয়ার্ক, ক্লাউড অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিসেস ও করপোরেট ফাংশন থেকে এসব কর্মী ছাঁটাই করা হবে।