অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর সমালোচনা হচ্ছে পাকিস্তানকে নিয়ে। দলটি নিজেদের পরের ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে আফগানিস্তানই ফেভারিট দল হিসেবে খেলবে বলে মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যানের মতে, চেন্নাইয়ের স্পিনিং উইকেটে রশিদ খান-মুজিব উর রহমানদের সামাল দিতে বেশ বেগ পেতে হবে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে। তাই দলকে আগে থেকেই সতর্ক করছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘পাকিস্তানের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে। পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। চেন্নাইয়ে যেকোনো কিছু হতে পারে। স্পিনের বিপক্ষে পাকিস্তানের ব্যাটসম্যানদের যেমন পারফরম্যান্স, এখানে যেকোনো কিছু হতে পারে। যদি স্পিনিং উইকেট হয় তবে আমার মনে হয় আফগানিস্তানই ফেভারিট।’