আয়কর থেকে রাজস্ব আদায়ে বকেয়ার পরিমাণ বাড়ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। ২০২১-২২ অর্থবছরে এনবিআরের বকেয়ার পরিমাণ (বিতর্কিত ও অবিতর্কিত) দাঁড়িয়েছে ৩২ হাজার ১৬৩ কোটি ২৫ লাখ টাকায়। এর বিপরীতে আদায় হয়েছে ২ হাজার ৮৫৫ কোটি ৩৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে বকেয়া বেড়েছে ৬ হাজার কোটি টাকারও বেশি। জনবল সংকট, লজিস্টিকস স্বল্পতা, প্রযুক্তিগত সক্ষমতাসহ নানা সংকটের কারণে বকেয়া থেকে পর্যাপ্ত আয়কর আয় করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন এনবিআর সংশ্লিষ্টরা।
সংস্থাটির ২০২১-২২ অর্থবছরে কর অঞ্চলভিত্তিক আয়কর দাবি ও দাবি আহরণের তথ্য অনুযায়ী, এ সময় বিতর্কিত বকেয়ার পরিমাণই ছিল সবচেয়ে বেশি। তবে অবিতর্কিত বকেয়া থেকেও কাঙ্ক্ষিত রাজস্ব আয় হচ্ছে না।