১৪ দিনেই গাজায় নিহত ৪,১৩৭

সমকাল প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ২২:১১

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকা। বসতবাড়ি, হাসপাতাল তো বটেই, ইসরায়েলি হামলা থেকে মসজিদ-গির্জাও রেহাই পাচ্ছে না। এদিকে গাজায় খাবার নেই, ওষুধ নেই। এমনকি পানিও মিলছে না। তবু ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। নানা ধরনের কড়াকড়ি আরোপ করে ত্রাণ পৌঁছানো বিঘ্নিত করছে তেল আবিব। দেশটির হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে শত শত বেসামরিক ফিলিস্তিনি। 


এ অবস্থায় সারাবিশ্বের শান্তিকামী মানুষ অস্ত্রবিরতির জোর দাবি জানাচ্ছে। এ নিয়ে আলোচনার জন্য আজ শনিবার মিসরে বৈঠকে বসছেন আটটি দেশের নেতারা। 


ইসরায়েলের বিরামহীন বর্বর হামলায় গাজায় গত ১৪ দিনে ১ হাজার ৬৬১ শিশুসহ ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজার ২৬০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। তবে প্রতি মুহূর্তেই হতাহতের সংখ্যা বাড়ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us