প্রধান শিক্ষক আমাকে কোলে করে মঞ্চ থেকে নামিয়েছিলেন: কাজী হায়াৎ

সমকাল প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১৬:১৯

বাংলা চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। ১৯৪৭ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই গতানুগতিক কাজের থেকে ক্রিয়েটিভ কাজের দিকেই তার আগ্রহ বেশি ছিল। ছাত্রজীবন থেকেই চাইতেন ছবি পরিচালনায় আসতে। তাই স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেই ঢাকার ফিল্ম পাড়ায় ঘোরাঘুরি শুরু করেন। মেধা-পরিশ্রম দিয়ে হয়ে উঠেছেন একজন কাজী হায়াৎ।


সম্প্রতি একটি সিনেমা মুক্তির ঘোষণা অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে ছোটবেলা স্মৃতিচারণ করেন কাজী হায়াৎ।


এই পরিচালক বললেন, ‘আমি যখন স্কুলে পড়ি তখন ‘কোথায় স্বর্গ, কোথায় নরক’ কবিতা আবৃতি করতে মঞ্চে উঠেছিলাম। দুই লাইন পড়েই ভুলে গিয়েছিলাম। তখন হাউ মাউ করে কাঁদছিলাম। প্রধান শিক্ষক আমাকে কোলে করে মঞ্চ থেকে নামিয়েছিলেন। সেখান থেকে আমার মনে একটা জিদ তৈরি হয়েছিল- আমি একদিন স্টেজে অনেক বক্তৃতা করব। এরপর বি-কম প্রথম বর্ষে ভিপি হয়ে কলেজে বহু মানুষের সামনে বক্তৃতা করেছিলাম। সেই বক্তৃতা নাকি কলেজের শ্রেষ্ঠ বক্তৃতা হিসেবে আছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us