You have reached your daily news limit

Please log in to continue


১০ অঞ্চলে ব্যালট বাক্স পাঠানোর প্রক্রিয়া শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের দশটি আঞ্চলিক নির্বাচন অফিসে ব্যালট বাক্স পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। 

ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘৩ লাখের ওপরে ব্যালট বাক্স লাগবে। পুরোনো আছে ২ লাখ ৬৭ হাজার। এবার আমরা ৮০ হাজার কিনেছি। কেনাগুলোর মধ্য থেকে ৪০ হাজার পেয়েছি।’ 

ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, প্রতিটি মালামাল পাওয়ার পর টেস্ট করা হবে। এই টেস্টে কোয়ালিফাই করলে মাঠপর্যায়ে পাঠানো হবে। স্যাম্পল যেহেতু বিএসটিআই টেস্ট করেছে, এবারও এটি বিএসটিআই করবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন