লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ভোরে এসব হামলা চালানো হয়েছে। লেবাননের আল মায়াদেন টিভি হামলার খবর সম্প্রচার করেছে।
বলা হয়েছে, লেবাননের কাফল শুবা ও ওদেইশেহর এলাকার পাশে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
এদিকে আল–জাজিরার প্রতিবেদনের খবর, গ্রাম দুটি ইসরায়েল-লেবানন সীমান্তসংলগ্ন। হামলায় হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে জানা যায়নি।
ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধেও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি সরকারের ধারণা, লেবাননের এই ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হামাসকে সহায়তা করে থাকে।
এখন গাজার পাশাপাশি লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার ঘটনা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।