সর্বশেষ চার ম্যাচে তিনটিতেই জয়। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ দেখায় ফেবারিট ভারতকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছিল ২৮ রানে। তবে এত কিছুর পরও ভারতের বিপক্ষে আজ বাংলাদেশের কোনো সুযোগ দেখছেন না নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড ও ভারতের সাবেক ক্রিকেটার দীপ দাসগুপ্ত। বন্ডের দাবি, নিজেদের ৮০ শতাংশ খেলতে পারলেই বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পাবে ভারত।
এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ-ভারত ম্যাচ খেলেছে ৪০টি, যেখানে ৩১টিই জিতেছে ভারত। বাংলাদেশ জিতেছে ৮টি। শুধু বিশ্বকাপের কথা বললেও বাংলাদেশের কাছে প্রথম ম্যাচটা হারার পর টানা তিনটিতে ভারতের জয়। এরপরও এই ম্যাচ এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যুদ্ধ–যুদ্ধ’ ভাব শুরু হয়। আর বাংলাদেশও যেন ভারতকে পেলেই জ্বলে ওঠে। সর্বশেষ চার ম্যাচে তিন জয়ই যার প্রমাণ। যদিও এশিয়া কাপে ভারত বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল খেলায়নি। গত বছরের ডিসেম্বরেও বাংলাদেশের বিপক্ষে সিরিজে রোহিত শর্মা তারকা পেসার যশপ্রীত বুমরাকে পাননি। ছিলেন না রবীন্দ্র জাদেজাও।