মাশরাফির পর কি এবার সাকিব?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ২৩:১১

তিনি মাশরাফি বিন মর্তুজার মত বিশ্বকাপে ভারত বধের স্বার্থক, সফল রূপকার ও নায়ক নন। তারপরও বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগে যে সেই সাকিব আল হাসানের কথাই সবার মুখে মুখে।


ইতিহাস জানাচ্ছে, বাংলাদেশ যখন বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারায় সেই ঐতিহাসিক ও অবিস্মরণীয় জয়ের স্থপতি ছিলেন সাবেক টাইগার ক্যাপ্টেন। নড়াইল এক্সপ্রেসের বারুদে বোলিংয়ে ২০০৭ সালের ১৭ মার্চ পোর্ট অফ স্পেনে বাংলাদেশ পায় ৫ উইকেটের দারুণ জয়। ম্যাচসেরা মাশরাফি বিন মর্তুজা ৩৭ রানে ৪ উইকেট শিকার করে ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামান।


প্রথম স্পেলে বীরেন্দর শেবাগ (২) আর রবিন উথাপ্পাকে (৯) সাজঘরে ফিরিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেন মাশরাফি। পরে দুই বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক (৩/৩৫) আর আব্দুর রাজ্জাকের (৩/৩৮) স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে ভারত।


সৌরভ গাঙ্গুলি, শেবাগ, রবিন উথাপ্পা, শচিন টেন্ডুকার, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি ও জহির খানের গড়া ভারতের সবসময়ের অন্যতম সেরা দল মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us