মাইক্রোবাসে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগিয়ে ফেনসিডিল পরিবহন, গ্রেপ্তার ২

আজকের পত্রিকা প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১৫:০৪

মাইক্রোবাসে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগিয়ে ফেনসিডিল পরিবহন করছিলেন দুই ব্যক্তি। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে চলমান পুলিশের তল্লাশিতে ধরা পড়েন তাঁরা। 


আজ বুধবার সকাল ৯টার দিকে আমিনবাজার চেকপোস্ট থেকে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানিম হোসেন। ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ থাকায় সকাল থেকেই সেখানে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিল ঢাকা জেলা পুলিশ। 


আটককৃতরা হলেন নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৫) ও মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মৃত আলম তালুকদারের ছেলে আবুল খায়ের (৫২)। 


রামগড় থানার আরও এক পুলিশ সদস্য ফেনসিডিলসহ আটক
সাভার মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) তানিম হোসেন বলেন, ‘নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে তল্লাশি চলার সময় সন্দেহ হলে সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস চেকপোস্টে থামানো হয়। পরে গাড়ি তল্লাশি করে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা মূলত সংবাদপত্রের স্টিকার লাগিয়ে মাদক পরিবহন করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us