You have reached your daily news limit

Please log in to continue


পাসওয়ার্ড ভাগাভাগি বন্ধে সফলতার পর সাবস্ক্রিপশন ফি বাড়াতে যাচ্ছে নেটফ্লিক্স

পাসওয়ার্ড ভাগাভাগি বন্ধের পদক্ষেপের পর স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার বেড়েছে। চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) নতুন করে ৬০ লাখ সাবস্ক্রাইবার পেয়েছে এই প্ল্যাটফর্ম। আগামীকাল বুধবার প্রকাশিতব্য কোম্পানির আর্থিক প্রতিবেদনে সাবস্ক্রিপশন ফি বাড়ানোর পরিকল্পনা থাকতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে, রাজস্ব বাড়ানোর জন্য এবছর প্রতিদ্বন্দ্বী ওয়াল্ট ডিজনি বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন এনেছে। কিন্তু সেই পথে হাঁটেনি নেটফ্লিক্স। এর পরিবর্তে পাসওয়ার্ড ভাগাভাগিতে কড়াকড়ি আরোপ করে এই স্ট্রিমিং সেবাদাতা। অন্যের পাসওয়ার্ড ব্যবহারকারী ১০ কোটি দর্শককে সাবস্ক্রিপশনের আওতায় আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বার্নস্টাইনের বিশ্লেষকেরা বলছেন, নেটফ্লিক্স এখন প্রায় নিত্যপ্রয়োজনী পরিষেবার মতো। সেই পথে সফল হওয়ার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো- ক্রমাগত প্রবৃদ্ধি ধরে রাখা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন