পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে সাকিব আল হাসানদের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন বিরাট কোহলি।
সেটি বিশ্বকাপে ভারতের সর্বশেষ তিন ম্যাচে দুটি ফিফটি মেরে কোহলির আরও বড় কিছু করার ইঙ্গিত দেওয়ার জন্য নয়। মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে কোহলির অতীত রেকর্ডও ঈর্ষণীয়। আর এই রেকর্ডই বলছে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে পার্থক্য হয়ে দাঁড়াতে পারেন ওয়ানডেতে ৪৭টি সেঞ্চুরির এই মালিক।
ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে এই মাঠে কোহলির রানসংখ্যাই সর্বোচ্চ। ১১ ম্যাচে ১২ ইনিংসে ৬৯.২৭ গড়ে ৭৬২ রান করেছেন। ৩টি সেঞ্চুরির দুটিই ওয়ানডেতে আর এই সংস্করণেও মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে কোহলির রানসংখ্যা সর্বোচ্চ—৭ ম্যাচে ৪৪৮ রান। ৬৪ গড় ও ৯১.৯৯ স্ট্রাইক রেটে ৪৮৭ বল খেলেছেন কোহলি।