বাবর নন, আফ্রিদিকে নেতৃত্বে চান মালিক

সমকাল প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১৫:২২

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে নাম্বার ওয়ান ব্যাটার হিসেবেই পা রেখেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে সম্প্রতি তার সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ব্যাট হাতে নিজের চিরচেনা পারফরম্যান্স দেখাতে পারছেন না তিনি। অধিনায়কত্বটাও ঠিকঠাক করতে পারছেন না। এর মধ্যে আবার যোগ হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে লজ্জাজনক হার। এরপর থেকেই বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে।


সাবেক পাকিস্তান ক্রিকেটারদের একাংশও বাবরের অধিনায়কত্ব নিয়ে নাখোশ। তাদের মতে, বাবর অনেকটা ধরাবাঁধা অধিনায়কত্ব করেন। মাঠে তার অধিনায়কত্বে অভিনব কিছু দেখা যায় না। তাই বাবরকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিয়েছেন শোয়েব মালিক। সাদা বলে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক হিসেবে পছন্দ তার।


স্থানীয় টিভি চ্যালেন 'এ' স্পোর্টসে বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্নে মালিক বলেছেন, 'দেখুন, আমি আপনাকে এই বিষয়ে আমার সৎ মতামত দেব। আমি আগেও এক সাক্ষাৎকারে বলেছি বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত। এটা আমার মতামত। কিন্তু এর পিছনে অনেক হোমওয়ার্ক আছে। একজন খেলোয়াড় হিসেবে বাবর নিজের এবং দলের জন্য দুর্দান্ত কাজ করতে পারেন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us