অটিস্টিক শিশুদের জীবনমান উন্নয়নের পাশাপাশি লেখাপড়ার জন্য নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে সিলেটে। নগরের শাহী ঈদগাহ এলাকায় ১২ শতক জায়গার ওপর নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘অটিস্টিক মডেল স্কুল’। ইতেমাধ্যে চারতলা ভবনের একতলার কাজ শেষ হয়েছে। মাঝে অর্থ সংকটের কারণে কাজ বন্ধ থাকলেও এবার সেই সংকট কেটেছে। জেলা পরিষদ থেকে উন্নয়নকাজের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই ভবনের কাজ শেষ করে আগামী ডিসেম্বরে স্কুলটি চালুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা বলছেন, সারাদেশে ৭২টি অটিস্টিক স্কুল রয়েছে। এর মধ্যে সিলেটে নির্মিত অটিস্টিক মডেল স্কুলটি হবে অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত। এটি দেশের প্রথম অটিস্টিক মডেল স্কুল। যেখানে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।