মানসিক অসুখীপনা ও ব্যাধির বিস্তার

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ১৫:৪৬

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে এক উদ্বেগজনক চিত্র উঠিয়া আসিয়াছে প্রতিষ্ঠানটির নিজস্ব এক জরিপে। রবিবার সমকাল জানাইয়াছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগ পরিচালিত ঐ গবেষণায় দেখা গিয়াছে, মেডিসিন ও সার্জারির বিভিন্ন বিভাগে ভর্তি ৩৪৭ রোগীর ১৬৮ জন অর্থাৎ ৪৮ শতাংশের অধিক মানসিক নানা সমস্যায় ভুগিতেছেন। এই ধরনের পরিস্থিতিতে যথাযথ চিকিৎসা না হইলে রোগীর ভোগান্তিই শুধু কয়েক গুণ হয় না, চিকিৎসা ব্যয়ও অপ্রত্যাশিত পরিমাণে বৃদ্ধি পায়। একজন রোগীর শারীরিক সমস্যার সঙ্গে মানসিক সমস্যা থাকাটাও অনুরূপ বা ততোধিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দেয়।


উপরন্তু একজন মানসিক সমস্যাক্লিষ্ট মানুষকে মূলত পশ্চাৎপদ সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে যেই প্রকার অপমান ও লাঞ্ছনার মুখোমুখি হইতে হয়, উহার ফলে সংশ্লিষ্ট রোগীর কষ্ট হয় আরও বহু গুণ। সকল কিছু মিলাইয়া বিশাল সংখ্যক শারীরিক সমস্যায় ভোগা মানুষের একই সঙ্গে মানসিক সমস্যায় আক্রান্ত হওয়া বিকাশমান জাতি হিসাবে আমাদের জন্য এক প্রকার চ্যালেঞ্জ বলিলে ভুল হইবে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us