হাতের লেখা দেখে যেভাবে নিজের বা অন্যের চারিত্রিক বৈশিষ্ট্য বুঝতে পারবেন

প্রথম আলো প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ১১:১০

ছোটবেলায় হাতের লেখা ভালো করার জন্য কসরত কে না করেছি! অনেকেই মার পর্যন্ত খেয়েছি খারাপ হাতের লেখার জন্য। এমনকি পরীক্ষার ফল খারাপ হওয়ারও কারণ এই হাতের লেখা। আবার ভালো হাতের লেখার জন্য প্রশংসা থেকে শুরু করে আরও কত কিছুই–না হয়। তবে এসব তো লাভ–ক্ষতির হিসাব। এর বাইরেও হাতের লেখার আছে গূঢ় তাৎপর্য। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, আমাদের হাতের লেখায় লুকিয়ে থাকে পাঁচ হাজার আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্যের ইঙ্গিত। তাই আসুন, হাতের লেখার সঙ্গে মিলিয়ে নিন আপনার চারিত্রিক বৈশিষ্ট্য...


১. আপনার লেখা কত বড় বা ছোট
আপনি কি জানেন, বড় হাতের লেখা আপনার বহির্মুখী ব্যক্তিত্ব প্রকাশ করে? অন্য দিকে ছোট হাতের লেখা লাজুক ব্যক্তিত্বের প্রকাশ। কিন্তু আপনার হাতের লেখা যদি মাঝারি আকারের হয়, তাহলে আপনি যেকোনো কাজে খুব সহজে মনোযোগী হতে পারেন।
২. প্রতি শব্দের মাঝখানে কতটুকু ফাঁকা স্থান রাখেন
লেখায় প্রতি শব্দের মাঝখানে যদি বেশ খানিকটা ফাঁকা স্থান রেখে দেন, তাহলে বুঝে নিতে হবে আপনি বেশ স্বাধীনচেতা। আর লেখার মাঝখানে যদি ফাঁকা স্থান খুব কম রাখেন, তাহলে বুঝতে হবে আপনি অতটা স্বাধীনচেতা নন এবং অন্যের ওপর নির্ভরশীল হতে বেশি পছন্দ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us