You have reached your daily news limit

Please log in to continue


ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধে 'ধরি মাছ, না ছুঁই পানি' অবস্থা বিএনপির

ফিলিস্তিনের মানুষের পক্ষে স্বাধীনতার পর থেকে সমর্থন রয়েছে বাংলাদেশের। দেশের সাধারণ মানুষের পূর্ণ সমর্থন রয়েছে ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি। ১৯৭৩ সালে সর্বশেষ যুদ্ধে ফিলিস্তিন মানুষের পক্ষে লড়াই করেছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদানের মতে, 'বাংলাদেশের মানুষ আমাদের (ফিলিস্তিনের) জন্য সরাসরি রক্ত ঝরিয়েছে।' যেখানে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কটা এমন, সেখানে এই ইস্যুতে বিএনপি'র সাম্প্রতিক কর্মকাণ্ড অনেকটা 'ধরি মাছ, না ছুঁই পানি'র মতো। কিন্তু কেনো?

বঙ্গবন্ধু ফিলিস্তিনের মানুষকে বাংলাদেশের মানুষের সঙ্গে তুলনা করেছিলেন। বাংলাদেশের মানুষ যেমন পাকিস্তানের শোষণ নির্যাতন থেকে রক্ষা পেতে ১৯৭১ সালে অস্ত্র হাতে নিয়ে বুকের রক্ত ঝরিয়েছিলও এবং ছিনিয়ে এনেছিলো স্বাধীনতা, অনেকটা একইভাবে নিজের অধিকার ও স্বাধীনতা লাভের জন্য ইসরাইলের বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিন।যখনই বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ ছিলো, জাতিসংঘের সাধারণ অধিবেশন ও অন্যান্য ফোরামের আলোচনায় সর্বদা ফিলিস্তিনের মানুষের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ। শুধু অবস্থান নয়, বাংলাদেশের ছিলো অকুণ্ঠ সমর্থন ফিলিস্তিনের প্রতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিন ইস্যুতে সর্বশেষ জাতিসংঘের আলোচনায় সরাসরি দেশটির প্রতি সমর্থনের কথা জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন