You have reached your daily news limit

Please log in to continue


উখিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

কক্সবাজারের উখিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জহিরুল হক (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও ৪ যাত্রী।বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার হিজিলিয়া স্টেশনে এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি উখিয়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন শাহপুরী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, বেলা সাড়ে ১১টায় স্পেশাল সার্ভিস নামক একটি যাত্রীবাহী বাস টেকনাফ থেকে কক্সবাজারের  দিকে আসছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি উখিয়া থেকে টেকনাফের দিকে যাচ্ছিল। উখিয়ার হিজিলিয়া স্টেশন এলাকায় পৌঁছালে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালক ও পাঁচ যাত্রী আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন