পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেনকে দেওয়া জোটের সহযোগিতায় থাকবে আকাশ প্রতিরক্ষা, কামান ও গোলাবারুদ। বুধবার ন্যাটোর সদর দফতরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পাশে নিয়ে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ন্যাটো মহাসচিব বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষায় অনুপ্রাণিত ন্যাটো এবং জোটের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। এই বৈঠক ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পথে এগিয়ে যেতে সহযোগিতা করবে।
স্টোলটেনবার্গ বলেছেন, ন্যাটো অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। ইউক্রেনীয় শহর, অর্থনীতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় আকাশ প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ। এর ফলে ইউক্রেন সচল থাকবে। এতে করে যুদ্ধে অর্থ ও গোলাবারুদের সক্ষমতা তাদের বৃদ্ধি পাবে।