যশোরে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে গত পাঁচ দিনে ১১টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় বিএনপি ও জামায়াতের ৭৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জ্ঞাত ও অজ্ঞাত মিলিয়ে আসামির সংখ্যা অন্তত ৭০০।
পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগে এমন মামলা করা হচ্ছে। এসব মামলাকে ‘গায়েবি’ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা। তাঁদের দাবি, আসছে নির্বাচনে বিরোধীদের কোণঠাসা করতে পুলিশকে দিয়ে এসব মামলা করাচ্ছে সরকার।
যশোর জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক প্রথম আলোকে বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির যেসব নেতা-কর্মীকে পোলিং এজেন্টের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, সেই সব নেতা-কর্মীর নামে নাশকতার গায়েবি মামলা দিচ্ছে পুলিশ। কোনো কারণ ছাড়াই মামলা দিয়ে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।