বেশি কিছুদিন ধরে সাকিব আল হাসান ও পরীমনির ফেসবুক অনুসারী সমানে সমান ছিল। এরপর গত আগস্টে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীদের সবচেয়ে এগিয়ে থাকা নামটি হয়ে যায় বাংলাদেশি ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের। ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনিকে টপকে নিয়ে এগিয়ে যান সাকিব। পরীমনির খুব বেশি দিন লাগেনি সাকিবের সেই রেকর্ড স্পর্শ করতে। কয়েক মাসের ব্যবধানে দুজনের ফেসবুক অনুসারী ১৬ মিলিয়ন ক্লাবে পৌঁছে গেছে। এত দিন সাকিবের ফেসবুক অনুসারী ১৬ মিলিয়ন ছিল, আজ বুধবার থেকে একই পরিমাণ অনুসারী পরীমনিরও। আজ দুজনের ফেসবুক পেজ থেকে তেমনটাই জানা গেছে।
১৬ মিলিয়ন অনুসারীর সাকিব আল হাসানের ফেসবুক পেজটি থেকে অনুসরণ করা হয় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এর মধ্যে চারজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান রয়েছে। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে অনুসরণ করার পাশাপাশি পেজটি থেকে বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনকে অনুসরণ করা হয়। প্রতিষ্ঠানের মধ্যে আছে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও ফরচুন বরিশালের ফেসবুক পেজটি। অন্যদিকে ১৬ মিলিয়ন অনুসারীর পরীমনির ফেসবুক পেজ থেকে দেশ-বিদেশের ১৫১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এর মধ্যে সাকিব ও পরীমনি দুজনের অনুসারীর মধ্যে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির নাম।