মানুষ বাঁচুক, যুদ্ধ থামুক, দুর্ভোগ কমুক

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১৫:৪০

ইসরায়েলি বোমাবর্ষণে ফিলিস্তিনের গাজা জনপদ বিশ্ববাসীর চোখের সামনেই ধ্বংস হইতেছে। বিশ্বের পরাশক্তিগুলি শান্তির চাইতে, নিরীহ মানুষের জীবন বাঁচানোর চাইতে ফায়দা তুলিতেই যেন ব্যস্ত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে রণতরী পাঠাইতেছে। কিন্তু গাজার অসহায় মানুষের চোখ, নিহত শিশুদের মুখ এবং অগণিত আতঙ্কিত নরনারী যেন বলিতেছে, মানবতা কেন এমন একচক্ষু হইবে? ইসরায়েল যখন লাগাতারভাবে ফিলিস্তিনি হত্যা করিতেছিল, পূর্ব জেরুজালেমে সন্ত্রাস চালাইতেছিল, মুসলমানদের তৃতীয় পবিত্র ধর্মস্থান আল আকসা মসজিদ অপবিত্র করিতেছিল, তখন রণতরী দূরে থাকুক, একটি বিবৃতিও পাঠাইতে পারিল না?


৭৫ বৎসর হইল ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হইয়াছে। ইহার মধ্যে এমন একটি দিনও যায় নাই, যখন ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে নাই, হত্যা বা জখম করে নাই, ঘরবাড়ি ও ক্ষেত-খামার উচ্ছেদ করে নাই। এমনকি মুসলমানদের পবিত্র তীর্থ জেরুজালেম নগরীই শুধু নহে, পবিত্র আল আকসা মসজিদও তাহাদের দখলদারি হইতে রক্ষা পায় নাই। একদিকে সম্মিলিত আরব শক্তির সুবিধাবাদিতা কিংবা অদূরদর্শিতা, অন্যদিকে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলির উদাসীনতায় এই আধুনিক যুগেও এমন বর্ণবাদী বর্বরতা চলিয়া আসিতেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us