টানা ৫০ ওভার উইকেটকিপিংয়ের পর বিশ্রামের খুব একটা সুযোগ পাননি মোহাম্মদ রিজওয়ান। শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রান তাড়ায় ৩৭ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। ৩০০ বল উইকেটের পেছনে থাকার পর ইনিংসের অষ্টম ওভারেই ব্যাট হাতে ক্রিজে নেমে যেতে হয় রিজওয়ানকে। এরপরের গল্পটা সবার মোটামুটি জানা। বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রিজওয়ান।
মাঠে এতটা সময় কাটালে ক্র্যাম্প হওয়া বা পেশিতে টান লাগা অস্বাভাবিক নয়। রিজওয়ানের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটে। ফিফটির পরেই হ্যামস্ট্রিংয়ের টান পড়ে রিজওয়ানের। টিভিতে দেখে মনে হচ্ছিল রান-আপে সমস্যা হচ্ছিল তার। একবার তো ছক্কা মেরে ক্র্যাম্পের যন্ত্রণায় তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান।
ঘটনাটি ঘটে পাকিস্তান ইনিংসের ৩৭তম ওভারে। ক্র্যাম্পের কারণে মাটিতে লুটিয়ে পড়ার আগে ধনাঞ্জয়া ডি সিলভার বলে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকান রিজওয়ান। পরে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস।