মাত্র দুদিন পরই প্রেক্ষাগৃহে আসবে আলোচিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে এটি। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। এরই অংশ হিসেবে সোমবার (৯ অক্টোবর) ছবির নতুন একটি গান প্রকাশ করা হয়েছে। যেটার শিরোনাম ‘কী কী জিনিস এনেছো দুলাল’।
এটি বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীত। গানটির নতুন সংগীতায়োজন করেছেন ভারতের শান্তনু মৈত্র। কণ্ঠ দিয়েছেন ঊর্মি চৌধুরী। এছাড়া কোরাসে কণ্ঠ মিলিয়েছেন অদিতি বোস ও সাহ্নিতি নস্কর।
এই গানের দৃশ্যে ফুটিয়ে তোলা হয়েছে কিশোর ও তরুণ বয়সী বঙ্গবন্ধুর গল্প। কিশোর বয়সে তার দুরন্তপনা, আর তারুণ্যে পা রাখার পরই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মুহূর্তগুলো চিত্রায়িত হয়েছে। এই পর্বেই বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় দেখা গেলো প্রার্থনা ফারদিন দীঘিকে। লাজুক চাহনি আর সাবলীল অভিনয়ে চরিত্রের যথার্থতা বজায় রেখেছেন তিনি। এছাড়া তরুণ শেখ মুজিব তথা আরিফিন শুভর সঙ্গে তার ছোট ছোট খুনসুটি আর ভালোবাসার মুহূর্তগুলোও নজর কাড়ছে দর্শকের।