গত মাসেই বাজারে এসেছে আইফোন ১৫। অনেকেই এরই মধ্যে আইফোন কিনেছেন কিংবা কেনার কথা ভাবছেন। এক্ষেত্রে পুরোনো আইফোন থেকে নতুনটাতে ডাটা ট্রান্সফার করা বেশ ঝামেলার কাজ। তবে গুরুত্বপূর্ণ অনেক ডাটা, ছবি, ভিডিও থাকে সবার ফোনেই। সেগুলো নতুন ফোনে নেওয়াও খুব জরুরি।
প্রথম পদ্ধতি
প্রথমেই নিজের সব ডাটা আইক্লাউড ব্যাকআপে রেখে দিতে হবে। এজন্য প্রথমে যেতে হবে সেটিংসে। তারপর আইক্লাউড ব্যাকআপে। সেখানে গিয়ে ব্যাকআপ করা হয়ে গেলেই অর্ধেক কাজ শেষ। এবার আইফোন ১৫-তে গিয়ে নিজের অ্যাপল অ্যাকাউন্টে সাইন ইন করলেই সব ডাটা পাওয়া যাবে কয়েক মিনিটে।
দ্বিতীয় পদ্ধতি
পুরোনো আইফোন থেকে নতুন আইফোন ১৫-এ সরাসরি ওয়াইফাইয়ের মাধ্যমেও এই কাজটি করা যেতে পারে। তবে কত বড় বড় ফাইল ট্রান্সফার হচ্ছে তার উপর নির্ভর করছে কতক্ষণ লাগবে।
তৃতীয় পদ্ধতি
নিজের ম্যাকেও ডাটা সংরক্ষণ করে রাখা যায়। আইফোনে ব্যাকআপ করার সময়ই আদার অপশনস থেকে এটি করা যেতে পারে। সেক্ষেত্রে ম্যাকের সঙ্গে আইফোনটি প্লাগ-ইন করে রাখা প্রয়োজন।