ইসরায়েলে সামরিক অভিযান শুরু করেছে হামাস, ৫ হাজার রকেট নিক্ষেপ

আজকের পত্রিকা প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ১২:১৪

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে হামাস। এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা চালিয়েছে। এমনকি হামাসের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করেছে। হামাসের হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন বলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


এক বিরল বিবৃতিতে হামাস এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যথেষ্ট হয়েছে—আর নয়। আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’ এ সময় তিনি বলেন, আমরা এরই মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজার রকেট হামলা চালিয়েছি।আল-ক্বাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দায়েফ বলেন, ‘আমরা এর আগেও শত্রুকে একাধিকবার সতর্ক করে দিয়েছি। দখলদারেরা এখানে শত শত বেসামরিক নাগরিককে গণহত্যা করেছে। দখলদারদের অপরাধী কৃতকর্মের কারণে চলতি বছর শত শত মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা অপারেশন আল-আকসা স্টর্ম—ঘোষণা করেছি। আমরাই আগে হামলা চালিয়েছি।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us