কবির ইচ্ছা থাকলেও পারিবারিক সিদ্ধান্তে কবি আসাদ চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হবে কানাডায়।
আজ শুক্রবার বাদ জুমা টরন্টোর নাগেট মসজিদে আসাদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কবির জামাতা নাদিম ইকবাল।
তিনি জানান, জানাজার পর কবির মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের ভেতরে আধা ঘণ্টা রাখা হবে। তারপর পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হবে।