৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বে প্রায় ১০০টি দেশে এই দিবস পালিত হয়। দিনটি শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। এবার বিশ্ব শিক্ষক দিবস-এর প্রতিপাদ্য বিষয়—‘পরিবর্তনশীল গতিপথ রূপান্তরিত শিক্ষা।’
শিক্ষা বলতে বোঝায় কোনো বিশেষ জ্ঞান, কৌশল বা দক্ষতা অর্জন। ব্যাপক অর্থে শিক্ষার্থীদের সবরকম সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের দৈহিক, মানসিক, সামাজিক ও নৈতিক জীবনের বিকাশ সাধিত হয়।
রূপান্তরমূলক শিক্ষা হলো, এক ধরনের অভিজ্ঞতা যা কোনো ব্যক্তির মনোভাব বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায়। এই ক্ষেত্রে চিন্তা, অনুভূতি এবং মৌলিক কর্মক্ষেত্রে গভীর কাঠামোগত পরিবর্তন ঘটে থাকে। এটি মন এবং হৃদয়ের শিক্ষা।
রূপান্তরিত শিক্ষা স্থানীয় পর্যায়ে পরিবর্তন আনয়নের ক্ষেত্রে একটি কৌশল হিসেবে কাজ করে এবং অংশগ্রহণের মাধ্যমে নাগরিকদের শক্তিশালী করার মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব ফেলে। ফলে ব্যক্তিবর্গ দায়িত্ব নিতে শেখে।