পুরনো ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার: চানখাঁর পুল, ধোলাইরপাড় থেকে যেভাবে চীন, জাপানে

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ১৭:১৬

'তখন স্বর্ণের ভরি ছিল ৩০০০ টাকা, একটি মাদারবোর্ডের দাম পড়তো ১০-১৫ হাজার টাকা আর পুরো একটি কম্পিউটার ১ লক্ষ টাকার কমে হতো না।' ১৯৮৪ সালের কথা বলছিলেন আকবর আলী। 


ডজ (ডিস্ক-বেইজড অপারেটিং সিস্টেম) কম্পিউটারের আমলে হার্ডওয়্যারের কাজ শিখেছিলেন আকবর। সাকলায়েন নামের একজন তার গুরু ছিলেন, যিনি অফিস-আদালতে যেয়ে কম্পিউটার সারাতেন।


আকবরও যেতেন তার সহকারী হিসেবে। দেখতে দেখতে কাজটা তার আয়ত্তে চলে আসে। সেসময় এলিফ্যান্ট রোডে গোল্ডেন গেট নামে একটা বার ছিল যার নিচের একটা অফিসের কম্পিউটার আকবর নিজে প্রথম একা সারিয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us