হাত বুঝে পোশাক নির্বাচন করুন

প্রথম আলো প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ১৫:৫৭

যাঁদের হাত শারীরিক গঠনের তুলনায় ভারী, তৈরি পোশাক কিনতে গিয়ে অনেক সময়ই বেশ বিড়ম্বনায় পড়েন তাঁরা। পোশাকের দৈর্ঘ্য, মাপ, কাটিং ইত্যাদি সব ঠিকঠাক মিলে গেলেও হাতায় গিয়ে দেখা দেয় জটিলতা। গায়ে ঠিকঠাক হলেও হাতায় আটকে যায় পোশাক। শুধু হাতার জন্য নিজের মাপের থেকেও এক বা দুই সাইজ বড় মাপের পোশাক কিনতে হয়।

যাচাই-বাছাই করে পোশাক পরিধানে নিজস্বতা নিয়ে আসতে পারলে সুন্দর দেখাবেছবি : সুমন ইউসুফ
অনেকেই ভাবেন, স্বাস্থ্য একটু ভালো হলে কোনো পোশাকেই সুন্দর দেখায় না। এটি একেবারেই ভুল ধারণা। যাচাই-বাছাই করে পোশাক পরিধানে নিজস্বতা নিয়ে আসতে পারলে স্বাস্থ্য যেমনি হোক, সুন্দর দেখাবে। তবে সবাইকে সব হাতায় মানায় না। হাত শরীরের কাঠামো থেকে ভারী হলে কুচি দেওয়া স্ফীত হাতায় বেশ মানিয়ে যায়। হাতার সামনের দিকে বেশি করে কুঁচির নকশা দিয়ে হাতের মেদ ঢেকে ফেলা যায়। এ ছাড়া স্ট্রেট কাট ও বেল বটম হাতায় ফ্রিলসের নকশাও বেশ সুন্দর দেখাবে। এসব হাতায় পোশাকের গলা কিছুটা খোলামেলা রাখা জরুরি। না হলে ভারী দেখাবে।


দেশি পোশাকে বোটনেক ও হাইনেক এড়িয়ে চলাই ভালো। মেদ আড়াল করতে চাইলে পরতে পারেন হালকা ডিজাইনের পাতলা লিনেন বা ফ্লোয়িং কাপড়ের জ্যাকেট বা কটি। হাতাকাটা পোশাকে অনেক সময় হাতের মেদবহুল পেশির ওপর চোখ চলে যায়। সে ক্ষেত্রে অতিরিক্ত ট্যাসেল, ফ্রিল বা পুঁতির কাজ ঝুলিয়ে নেওয়া যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us